শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টিকা নিতে উপচেপড়া ভিড়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে মানুষের উপচেপড়া ভিড়। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ তার সাথে সাথে আখাউড়ায় করোনার টিকার প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। করোনা টিকা নেয়ার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের টিকা কর্ণারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে। প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন টিকা দিতে ২-৩ শতাধিক মানুষ আসছেন। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে কথা হয় পৌর শহরের দেবগ্রাম থেকে স্বপরিবারে টিকা নিতে আগত সোহেল দেওয়ান জানান, সকাল ৯ টা থেকে অপেক্ষায় আছি এখন দুপুর ১২ টা সিরিয়াল পাইনি। অনেকেই মাস্ক ব্যবহার করছে না দেখে কেন মাস্ক ব্যবহার করছে না এমন প্রশ্নের জবাবে কয়েক জন বলেন প্রচন্ড ভিড়ে গড়ম বেশি তাই মাস্ক মুখে রাখতে সমস্যা হচ্ছে। তবে সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, একটি বুথের মাধ্যমে টিকা দেয়ার জন্য এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান রাশেদ বলেন, স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এখন প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ মানুষ টিকা নিচ্ছে। এই মুহূর্তে টিকার বুথ বাড়ানোর কোন পরিকল্পনা নেই, তবে ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত উপজেলার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন