শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলায় লকডাউন নিয়ে চলছে চোর পুলিশ খেলা

অসহায় নিম্ন আয়ের মানুষ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:৩৫ পিএম

ভোলায় লক ডাউন নিয়ে চলছে চোর পুলিশ খেলা, চলছে লুকোচুরি,চলছে প্রশাসনকে ফাকি দিয়ে লকডাউন অমান্য করার প্রতিযোগীতা। প্রশাসনের তৎপরতা থাকলেও রাজনৈতিক তেমন তৎপরতা দেখা যাচ্ছেনা লকডাউন কার্যক্রম প্রতিপালনে। সরজমিনে গিয়ে দেখা যায় জেলা উপজেলা প্রশাসন, নৌবাহিনী, বিজিবি,র‍্যাব,পুলিশ বাহীনির লোকজন সরকারী নির্দেশনানুযায়ী লকডাউন কার্যকরী করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে।কিন্তু সাধারন জনগন প্রশাসনের সাথে খেলছে চোর পুলিশ খেলা। প্রশাসনের লোকজন আসলে দোকান পাট বন্ধ রাখে আবার চলে গেলে প্রশাসনের লোকজনকে ফাকি দিয়ে দোকানপাট খুলছে,ব্যাবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে,রাস্তায় নামছে শত শত মানুষ, শুধু যাত্রীবাহী বাস ছাড়া চলছে সকল ধরনের যানবাহন। করোনা মহামারী বা তা প্রতিরোধে লকডাউন চলছে বা এ নিয়ে সচেতনতা এরকম কোন অনুভুতিই লক্ষ্য করা যাচ্ছে জনগনের মাঝে। এমনকি মাস্কও পরছে না অধিকাংশ মানুষ। তবে দৈনিক আয়ের খেটে খাওয়া, রিক্সাচালক,অটোচালক এ জাতীয় লোকজন কেন লকডাউন কেন মানছেন না বললে তারা বলেন তারা দৈনিক আয় করা মানুষ দৈনিক কাজ না করতে পারলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। তার জন্য তারা করোনার মৃত্যুর জুঁকি জেনেও রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এদিকে জেলা উপজেলা প্রশাসন,নৌবাহিনী, বিজিবি,র‍্যাব, পুলিশ বাহীনির তৎপরতা লক্ষ করা গেলে রাজনৈতিক কোন তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। জনবল কম থাকার কারনেও লকডাউন কার্যক্রমে সমস্যা হচ্ছে অনেক। করতে হচ্ছে দাপ্তরিক কাজও। দেখা গেছে প্রতি উপজেলায় একজন উপজেলা নির্বাহী অফিসার এবং একজন সহকারী কমিশনার ( ভূমি) সহ দুইজন করে কর্মকর্তা বা প্রতি থানায় নিমিত পুলিশের সদস্য রয়েছে তারা এক দিকে গেলে অন্যদিকে হরদম স্বাভাবিক কাজকাম করছে সকলে। তারা বাজারে থাকলে গ্রামেগঞ্জে লকডাউনের কার্যক্রম ব্যাহত হয় আবার গ্রামেগঞ্জে গেলে শহরে ব্যাহত হচ্ছে। ২৭/০৭/২১ বুধবার দুপুর পর্যন্ত জেলায় ৫ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৬ টি মামলায় ৩৬ জনকে ২২ জনকে ৩৭১০০ টাকা জরিমানা এবং ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন