সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

প্রশ্ন : আমি বিবাহিত। এনজিওতে চাকুরী করি। বয়স ৪২। আমার দু’পায়ের চামড়া দীর্ঘদিন ধরে ভারী হয়ে যাচ্ছে। এতে অসহ্য চুলকানি হয়। মলম লাগিয়েছি কাজ হয়নি। তাই আপনার শরণাপন্ন হলাম।
মো. আসাদ। পিরোজপুর।

উ: আপনার পায়ের রোগটি সম্ভবত ‘লাইক্যানপ্ল্যানাস’। এটি একটি কঠিন ত্বক সমস্যা। তবে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে আপনার রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। ব্যবসায়ী, বয়স ৩১। বাবা-মা বিয়ে করতে বলছেন। কিন্তু একটি এখন সম্ভব নয়। কারণ আমার মোটেই সেক্স নেই। তাছাড়া আমার লিঙ্গ বেশ ছোট। তাই আপনার সুপরামর্শ চাই। কিভাবে দ্রুত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব?
-মান্নান। মান্ডা। ঢাকা।

উ : আপনার সমস্যাটি দেহে হরমোনের তারতম্যের জন্য হতে পারে, তবে দ্রুত সমাধান সম্ভব। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৯। আমার দু’চোখের নিচের অনেক ছোট ছোট বিচি হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। এর কোন স্থায়ী চিকিৎসা আছে কি?
-তুশার। ঝাউগাছা। যশোর।

উ : আপনার রোগটির নাম ‘সিরিনগোমা’ এটি একটি বিরক্তিকর চর্ম রোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই মাত্র ০১ (এক) সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫৩। আমার দু’পায়ের নখগুলো বিবর্ণ হয়ে গিয়েছে। আমি আমার নখগুলো পূর্বাবস্থায় ফিরে পেতে চাই।
-লাইলি। লালমোহন। ভোলা।

উ : আপনার দেহে নিশ্চয়ই কোন সমস্যা আছে। যে কারণে নখগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন