সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের এক কিশোরী (১৪)কে ধর্ষণ চেষ্টার মামলায় মো. শাকিল (২৪) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ওসমান হাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে শাকিল। সর্বশেষ গত ২৬ জুলাই সন্ধ্যায় বসতঘরের পাশে একা পেয়ে শাকিল ওই কিশোরীকে ঝাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর শোর-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন