স্বামী হারানোর শোক সহ্য করতে পারেননি খোদেজা বেগম। স্বামী জামাল উদ্দিনের লাশ দেখে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এমন মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন জামাল-খোদেজা দম্পতির ছেলে।
মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিনের চর কালিদাস গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মালদ্বীপে ছিলেন জামাল উদ্দিন (৪৭)। গত পাঁচ দিন আগে সেখানেই তিনি মারা যান। মঙ্গলবার রাত ৯ টার দিকে লাশ বাড়ি পৌঁছে। স্বামীর লাশ দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী খোদেজা আক্তার (৩৫)। পরে সেখানেই তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে সেখানেই তাদের ছেলে আজহারুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা: মোয়াজ্জেম হোসেন জানান, আজহারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন