শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুরাতন বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে রশিদ আহমদ নামক এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ১৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী কক্সবাজার জেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদের পাড়ার মনছুর আলীর পুত্র রশিদ আহাম্মদ।

থানা সূত্রে জানা যায়, পুলিশ রাতে টহলরত অবস্থায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সদর উপজেলার পুরাতন স্টেশনে জনৈক ইব্রাহিমের চা স্টলের সামনে রামু-নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কে উপর তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা হবে বলেও জানায় পুলিশ। আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে বান্দরবান জেলে প্রেরণ করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন