বান্দরবানের লামা উপজেলায় ৯ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। তার নাম মো. জুনাইদ। লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কুইজ্জাখোলা এলাকা থেকে গত মঙ্গলবার রাত ৩টার সময় তাকে আটক করা হয়। জুনাইদ কুইজ্জাখোলা গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, তৃতীয় শ্রেণিতে পড়–য়া শিশুকে ঘরে রেখে গত ১৮ জুলাই সকালে রিলিফের চাল নিতে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে যায় মা ও নানী। এ সুযোগে কন্যা শিশুটিকে তার সৎ বাবা জুনাইদ প্রকাশ (কালু) ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মো. জুনাইদের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার রাত ৩টার দিকে কুইজ্জাখোলা এলাকা থেকে জুনাইদকে গ্রেফতার করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন