শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনে ৮ মণ চিংড়ি জব্দ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। তারপরও এক শ্রেণির জেলে ও ব্যবসায়ীরা গোপনে মাছ শিকার করছে।

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবন থেকে শিকার করা বিপুল পরিমাণ চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। গতকাল বনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এ মাছ ও নৌকা জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) এনামুল হক জানান, জুন, জুলাই ও আগষ্ট-এ তিন মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। তাই এসময়ে বনের অভ্যন্তরে মাছ ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালায় বনপ্রহরীরা। এসময় অভিযানকারীরা ওই এলাকায় মাছ বহনকারী একটি নৌকা দেখতে পায়।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ৩/৪ জন লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে ৮ মণ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়েছে। নৌকাটি ভেঙে ফেলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Engr. Monir ৫ আগস্ট, ২০২১, ২:২৮ পিএম says : 0
why u waste food ? it's very bad practice, you can give it to poor
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন