তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির খোঁজ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে না। একান্ত ঘনিষ্টজন ছাড়া তিনি কারো সঙ্গে যোগাযোগ করেন না। সংবাদ মাধ্যমের সাথে তার কোনো যোগাযোগ নেই। যোগাযোগের চেষ্টা করেও কেউ তার খোঁজ পাচ্ছেন না। তবে তার মা মরিয়ম বেগমও বলেছেন, পপি তারও কোন খোঁজ-খবর নেন না। এমনকি মায়ের ভরণপোষণও দেন না। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ২০০৭ সালের পর থেকে পপি আমার সঙ্গে থাকে না। সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় আছি সেটাও পপি জানে না। পপি বলে, সে আমাকে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তবে পপির মায়ের এমন বক্তব্যে গড়মিল রয়েছে। কারণ, ২০১৯ সালে পপির কারণেই তিনি ‘গরবিনী মা সম্মাননা'’ লাভ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা তুলে দেন। সে সময় পপিকে তার মায়ের সঙ্গেই দেখা গেছে। তবে পপির খোঁজ না পাওয়া নিয়ে এখন মিডিয়ায় নানা কথা ভেসে বেড়াচ্ছে। অনেকে বলছেন, পপি বিয়ে-সাদী করে সংসারে মনোযোগ দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন