নির্বিচারে ১৬টি পাহাড় ধ্বংস করে তৈরি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বায়েজিদ অংশে বিশাল পাহাড় ধসে পড়ে সড়কের একাংশে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। নগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের এডিসি রাশেদুল ইসলাম বলেন, পাহাড় ধসের আশঙ্কায় সড়কের আগে থেকে বন্ধ অংশে পাহাড় ধস হয়। ফলে যানবাহন চলাচলে তেমন কোন সমস্যা হচ্ছে না।
আগের মতো একপাশেই যানবাহন চলাচল করছে। সড়কের দুইপাশে অপরিকল্পিতভাবে কাটা বেশ কয়েকটি পাহাড়ে ফাটল ধরায় ধসে প্রাণহানির আশঙ্কায় জুনের শুরুতে সড়কটি বন্ধ করে দেয় সিডিএ। পরে ট্রাফিক বিভাগের আপত্তির মুখে সড়কের একপাশ খুলে দেওয়া হয়। ১৬টি পাহাড় কেটে প্রায় ৩২০ কোটি টাকা ব্যয়ে লিঙ্ক রোডটির কোন সুফল মিলছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন