টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
লোকজনকে নিরাপদ আশ্রয় দিতে ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কিছু লোকজনকে সরিয়েও নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় মাইকিং করা হয়।
করোনাভাইরাস দুর্যোগের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে যাতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে সেজন্য চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেলাধীন এলাকায় মোট ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় মসজিদ থেকেও মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। নগরী ও আশপাশের ১৭টি পাহাড়ে কয়েক লাখ মানুষ বসবাস করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন