রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুনবাজার ঢাকাইয়া কলোনীর সিঁড়িঘাট ও লগগেইট এলাকায় বৃহস্পতিবার(১জুলাই) ভোর শাড়ে চারটায় সময় মোঃ ফরিদ, নবী হোসেন এর দু'টি ঘর পাহাড় ধসে পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। নবী হোসেন কিছুটা আহত হলেও ঘরের অন্য লোকজন প্রাণে রক্ষা পায়। এছাড়া লগগেইট এলাকার মামুন নামের আরও এক ব্যক্তির একটি ঘর বৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতি হয় বলে জানযায়। ৪নং ইউপি সদস্য সজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনা সংবাদ শুনে আমি ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি পাহাড় ধসে দু'টি টংঘর পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে ভেঁসে গেছে এবং মামুন নামের আরও একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। তবে ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো ৫শ' পরিবার মৃত্যুর ঝু্ঁকিপূর্ণ ভাবে বাসবাস করছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্প্রতি মাইকিং করে এদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও কেউ কথা রাখেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন