কয়েকদিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) কাটাপাহাড় রাস্তায় ধসে পড়েছে পাহাড়ের কিছু অংশ। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভেঙে পড়েছে কয়েকটি বিদ্যুতের খুঁটি।তাই বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন,কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গিয়েছিল। শুক্রবার(৩০জুলাই) সকালে পাহাড়ের বেশ কিছু অংশ ধসে পড়ে। ফলে তিনটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে এবং দুইটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি। বর্তমানে সড়ক বন্ধ রেখে ধসে পড়া মাটি, গাছপালা এবং বিদ্যুতের খুঁটি সরানো হচ্ছে। শীঘ্রই কাটাপাহাড় সড়কে আবার চলাচল শুরু করার যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন