কক্সবাজার সদর রামু-ঈদগাও আসনের সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, সাম্পতিক সময়ের বন্যাও পাহাড়ী ঢলে বাঁকখালী নদীর ৫০ টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর অব্যাহত ভাঙ্গনে মসজিদ,মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান সহ ঘরবাড়ী নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
তিনি বলেন, নদী ভাঙ্গন রোধ কল্পে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এমপি কমল ১৮ আগষ্ট বিকের ৫ টায় রামু উপজেলার পুব কাউয়ারখোপ বড় মাদ্রাসা গেইটস্থ বাকখালী নদীর ভাঙ্গন স্থল পরিদর্শ কালে জনতার উদ্দেশ্যে একথা বলেন।
এসময় উপস্থিত স্থানীয় শত শত মানুষ মাদ্রাসা গেইট থেকে আইরার বর ঘাটা পর্যন্ত আর সি সি ভ্লক স্হাপনের মাধ্যেমে নদী ভাঙ্গন রোধের দাবী জানান।
এসময উপস্থিত ছিলেন কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, সমাজ সেবক মীর কাসেম মেম্বার,মোঃ মোস্তফা সওঃ, মাওলানা আমিনুল হক,মাওলানা ছলিম উল্লাহ, মাষ্টার তাজ উদ্দীন, ওবাইদুর রহমান কায়সার,মাওরানা কামাল হোসেন,
রামু উপজেলা ছাত্রলীগ নেতা মোহামদ নোমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন