শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘ওষুধ শিল্পে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে দেশ’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ওষুধ শিল্পে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। গতকাল সোমবার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শফিউল আযম। বক্তব্য রাখেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান প্রমুখ।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীদের কথা ও কাজে মিল থাকতে হবে এবং প্রতিদিন অন্ততঃ একটি ভাল কাজ করার প্রতিজ্ঞা করতে হবে। তিনি নকল ও ভেজাল ওষুধ রোধে হাজারী লেইন ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতাদের সতর্ক থাকার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন