ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে লইছকা বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা,আহতদের সুচিকিৎসা ও হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার জন্য দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান ।
তিনি আরো বলেন, ট্রলার ডুবির ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা এখনও নিখোঁজ আছেন তাদেরকে দ্রুত সময়ে উদ্ধার করে পরিবারের নিকট লাশ বুঝিয়ে দিতে হবে। তিনি হতাহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন