শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

হাটপাঙ্গাসী-ইসলামপুর পাকা সড়ক চাই

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার কালিবাড়ি থেকে চরইসলামপুর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটার অংশের রাস্তার এখন বেহাল অবস্থা। দীর্ঘদিন সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেশকিছু অংশ জুড়ে নিচু হয়ে গেছে। ইসলামপুর সড়ক হিসেবে পরিচিত এই রাস্তায় একদিন বৃষ্টি হলেই ৭ দিন পর্যন্ত পানি কাঁদায় একাকার হয়ে থাকে। ফলে লোকজনকে চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হয়। এই রাস্তা দিয়ে সদর উপজেলার বহুলী ও রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসীর অন্তত ১০টি গ্রাম, হাট-বাজারসহ বিভিন্ন সরকারি অফিসে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া চরইসলামপুর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিখ্যাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এই পথে চলাচল করে। কিন্তু এই রাস্তায় কাঁদা পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল যেমন কষ্টকর, তেমনি যানবাহনে চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান
পাঙ্গাসী চাঁনপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Monir Bhuiyan ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৫ পিএম says : 0
জনস্বার্থে এরকম নিউজ প্রকাশের জন্য ধন্যবাদ ❤
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন