চাঞ্চল্যকর মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামী বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে জেলকোড ও কারাবিধি মতে কারাগারে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ দিতে তত্বাবধায়ককে নির্দেশ দিয়েছেন আদালত। আসামী প্রদীপ কুমার দাশকে কারাগারে বিভিন্ন সামগ্রী সরবরাহ দিতে গত ৮ সেপ্টেম্বর আদালতে তার আইনজীবীর আবেদন এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজার জেলা কারাগারের তত্বাবধায়ককে এই নির্দেশ দেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার এম. নুরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ আগস্ট সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে চাঞ্চল্যকর মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আনুষ্ঠানিক এ বিচার কার্যক্রম শুরু হয়।
২ দফায় মোট ৭ কার্যদিবসে আদালতে ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করা হয়। গত ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় সাক্ষ্য-জেরা সম্পন্ন করে আগামী ২০-২২ সেপ্টেম্বর একটানা তিনদিন তৃতীয় দফায় মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য চাঞ্চল্যকর এ মামলায় ৮৩ জন চার্জশীট সাক্ষী রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন