একই নগরের দুই পাশে দুই রং। একপাশে শুধুই আনন্দ আর উৎসব। অন্যপাশ ছেয়ে গেছে বেদনায়। শহরটি ইংল্যান্ডের ম্যানচেস্টার। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যে কোন ম্যাচ না থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগে পৃথক ম্যাচে খেলেছিল দুই ক্লাবই।
গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিয়েছিল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে যেন গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের প্রতিশোধ নিল পেপ গার্দিওলার দল। ম্যাচের দৈর্ঘ্য যখন ৫৩ মিনিট, তখন ঘরের মাঠের দর্শকদের স্তব্ধ করে গ্যাব্রিয়াল জেসুস জাল কাঁপিয়ে দেন চেলসির। সেই যে ১-০ গোলে পিছিয়ে গেল, তা আর শোধ করতে পারেনি টমাস টুখেলের দল।
আরেক ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট টেবিলের দশে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে মূল্যবান তিনটি পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে নামার আগে লিগে শীর্ষস্থানে ছিল ওলে গুনার সুলসারের দল। এক ম্যাচে হারের পরিণাম যে কি হতে পারে, তা পয়েন্ট টেবিলেই স্পষ্ট। এক লাফে তিন ধাপ নেমে ইউনাইটেড অবস্থান করছে তালিকার চারে। অন্যদিকে জিতে দারুণ পুরস্কার পেয়েছে অ্যাস্টন ভিলা। বর্তমানে তাদের অবস্থান সাতে। ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বীরা চেলসিকে হারিয়ে উঠেছে দুইয়ে। একধাপ পেছনেই আছে ঘরের মাঠে হেরে যাওয়া চেলসি।
অনেকেই ইউনাইটেডের গতকালের ম্যাচটির ফল গোলশূন্য ড্র-ই ধরে নিয়েছিলেন। তবে শেষ সময়ের জন্যই যেন প্রস্তুতি নিচ্ছিলেন কোর্টনি হস। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় ইউনাইটেডের জালে বল ঢুকিয়ে দেন তিনি। সমর্থকদের মাথায় হাত, যেন আকষ্মিক এ ধাক্কা তাদের বিশ্বাসই হচ্ছিল না। আবারও সুযোগ হাতে আসে ইউনাইটেডের। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি বক্সে ম্যানইউর উড়ে আসা থ্রু সরাসরি এসে হাতে লাগে কিছুক্ষন আগে ম্যাচের নায়ক বনে যাওয়া কোর্টনি হসের। পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু পেনাল্টি নিতে এসে বল সোজা আসমানের দিকে ঠেলে দেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। সমতার সবশেষ আশাও ম্লান হয়ে যায় একটি মাত্র ভুল শটে।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ভিলারিয়েলের বিপক্ষে মাঠে নামার আগে বিরাট এক ধাক্কা খেল লাল জার্সিধারী দলটি। অন্যদিকে মঙ্গলবার রাতে লিওনেল মেসির পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে পুরো আত্মবিশ্বাসে নতুন মাত্র যোগ হল সিটির। গতকাল ম্যানচেস্টারের দুই প্রতিদ্ব›দ্বীর ফলাফলে নগরে আনন্দ-বেদনার এক কাব্য রচিত হল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন