শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুন্ডের ফৌজদারহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, একটি লাইন বন্ধ

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:১১ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ড ফৌজদারহাট রেল ষ্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৩ ঘন্টা পর উদ্ধার তৎপরতা শুরু করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট রেল ষ্টেশন এলাকায় চট্টগ্রাম মুখী ট্রেনটি লাইনচ্যুত হলে এতে দুটি বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা আনুমানিক ১১টার সময় চট্টগ্রাম মুখী একটি মালবাহী ট্রেন উপজেলার ফৌজদারহাট ষ্টেশন এলাকা অতিক্রম করছিল। এসময় হঠাৎ বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ষ্টেশনের আশপাশে থাকা সাধারণ মানুষ ও ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এতে ট্রেনের কোন যাত্রী হতাহত হননি। পরে ফৌজদাহাট ষ্টেশন থেকে দুর্ঘটনার খবর চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন এবং তারা উদ্ধার তৎপরতা শুরু করেন।

ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ জহিরুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যাওয়ার সময়ে ফৌজদারহাট ষ্টেশন এলাকায় ট্রেনের ১৩ ও ১৪ নম্বর বগি দুটি লাইনচ্যুত হয়ে যায়। তবে ভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঐ স্থানে বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাহত হয়নি। অপর লাইন দিয়ে সব ট্রেন চলাচল করছে। তবে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ চালিয়ে গেলেও এ রিপোর্ট লেখা (বিকেল৫টা) পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন