বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। গত বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়। ছুটি সংক্রান্ত এই চিঠিটি পুলিশের সব ইউনিটের প্রধান, ডিআইজি, পুলিশ সুপারদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক গতিশীলতা নিশ্চিত করণের নিমিত্তে আপনার নিয়ন্ত্রণাধীন সব পুলিশ সদস্যদের বিধি মোতাবেক ছুটি প্রাপ্তি নিশ্চিত করণের জন্য অনুরোধ করা হলো।
বর্তমানে পুলিশের সদস্যরা বছরে ২০ দিন সাধারণ ছুটি পান। এছাড়া, বছরে ৩৫ দিন অর্জিত ছুটির পাশাপাশি তিন বছর পরপর রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন