রাজধানীর বাংলামোটর এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন কনস্টেবল পদমর্যাদার একজন পুলিশ সদস্য। তার নাম কুরবান আলী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে ওই পুলিশ সদস্য মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হোটেল সোনারগাঁওয়ের পাশে ওয়েলকাম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত পুলিশ সদস্যের নাম কুরবান আলী। তিনি ঢাকা মহানগর পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত ছিলেন।
ওসি জানান, ওয়েলকাম পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন