উত্তর : আগে আপনার মা সম্পত্তি বুঝে নিয়ে আলাদা করে ফেললে ভালো হতো। ইচ্ছা করলে আপনাদেরকেও দিয়ে যেতে পারতেন। তাহলে আপনারাই এখন বণ্টন করে নিতেন। যেহেতু এখনও খালাদের সম্পত্তির সাথে রয়ে গেছে, তাই আপনারা আলাদা করে পাওয়া একটু কঠিন। তারা নামাজি হলেও বান্দার হকের ব্যাপারে সচেতন নয় বলে মনে হয়। যদি তারা সম্পত্তি দিতে না চায় বা শেষ পর্যন্ত না দেয়, তাহলে তারা কঠিন গুনাহগার হবে। আপনারা অন্তর থেকে মাফ না করলে পরের হক মেরে দেওয়ার এই গুনাহ আল্লাহও মাফ করবেন না। এতে বান্দার নামাজ বন্দেগীও কবুল হয় না। আপনারা ১০ জনের সাহায্যে অথবা আদালতের সাহায্যে এই সম্পত্তি উদ্ধার করে নিয়ে গেলে তারা গুনাহমুক্ত হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন