নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে এলোপাতাড়ি গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন দুই আসাম
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাউসার আলমের আদালতে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে বুধবার (৬ অক্টোবর) রাতে যশোর থেকে আসামি শওকত হোসেন বিপু (৪৬) ও ঢাকা থেকে রিয়াজকে (৩৭) গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানপুলিশ
গ্রেপ্তারকৃত শওকত হোসেন বিপু বরিশাল বিএমপির এয়ারপোর্ট থানার মনপুর এালাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও রিয়াজ বরগুনা জেলার আমতলী থানার গড়োডাঙ্গ এলাকার সুলতান হাওলাদারের ছেলে। স্বীকারোক্তি প্রদানের বিষয় নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দুই আসামি ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার বর্ণনা দিয়েছে
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আমরা তদন্ত করে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি। দুজন প্রাথমিকভাবে তাদের দোষ স্বীকার করেছেন এবং আজ আদালতে জবানবন্দি প্রদান করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন