শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতীয় অলিম্পিক ঝলকে বড় জয় মেরিনারের

মোহামেডান-আবাহনী লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ হকির নতুন মৌসুম শুরু হয়েছে প্রায় তিন বছর পর। ইতোমধ্যে ক্লাব কাপ টুর্নামেন্ট দিয়ে টার্ফে গড়িয়েছে এ মৌসুম। ক্লাব কাপের পরই শুরু হবে ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। এ লিগকে সামনে রেখে দলগুলো ক্লাব কাপের আগে ঘর গোছালেও এখন তারা ব্যস্ত বিদেশি সংগ্রহ নিয়ে। সবার আগে সুখবর দিয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য ভালো মানের স্থানীয় খেলোয়াড়ের পাশাপাশি এবার চার ভারতীয়কে দলে ভিড়িয়েছে তারা। যাদের মধ্যে আবার দু’জন রয়েছেন অলিম্পিয়ান। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন মেরিনার ইয়াংসের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা। এরা হলেন- হরিয়ানার মিডফিল্ডার সতেন্দর কুমার, ফরোয়ার্ড অভিষেক, ফরোয়ার্ড প্রদীপ মোর ও পাঞ্জাবের ফরোয়ার্ড সুখজিৎ সিং। সাতেন্দর ও প্রদীপ ২০১৬ রিও অলিম্পিকে ভারত জাতীয় দলের সদস্য ছিলেন। সুখজিৎ ২০১৮ সালে জাতীয় দলে খেলেছেন এবং ২৩ বছর বয়সী অভিষেক একই বছর জাতীয় জুনিয়র দলের সদস্য ছিলেন। চার ভারতীয়কে দলে ভিড়িয়েই ক্লাব কাপ টুর্নামেন্টে বড় জয় পেয়েছে মতিঝিলের দলটি। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে বিধ্বস্ত করে মেরিনার ইয়াংস। বিজয়ী দলের হৃদয় ও সাতেন্দার কুমার দু’টি করে এবং সোহানুর রহমান, ফজলে হোসেন রাব্বি ও সুখজিৎ একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির হয়ে দু’গোল শোধ দেন আকিব ও রায়হান। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের রকিব ও রানা একটি করে গোল করেন। আজাদ এসসির হয়ে পরিমল একটি গোল শোধ দেন।

এদিকে ক্রিকেট ও ফুটবলের পর দেশের জনপ্রিয় খেলা হকিতে মুখোমখি হচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। ক্লাব কাপ টুর্নামেন্টে আজ নিজেদের শক্তি প্রমাণ করতে টার্ফে নামবে দল দুটি। মওলানা ভাসানী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তার আগে একই ভেন্যুতে বিকাল ৪টায় লড়বে অ্যাজাক্স এসসি ও পুলিশ ক্লাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন