শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজাপুরে ৪ জেলেকে কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৪ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজাপুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জিএম সেলিম জানান-৪ জেলেকে একবছর সাজা দেয়া হয়েছে,সাজাপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার চানপুরা এলাকার মো. খলিলুর রহমান, হাফিজুল, আ. মন্নান সিকদার, রাজাপুর উপজেলার ডহরশংকর( নাপিতেরহাট) এলাকার আবুবকর এছাড়া নলছিটি চানপুরা এলাকার রাসেল বেপারী জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার গভীর রাত থেকে ভোর ৮ টা পর্যন্ত উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন। এ সময় জেলেদের থেকে ৫হাজার মিটার কারেন্ট জাল , ৫ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়ে ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন