বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ: সোশ্যাল মিডিয়ায় চরম উত্তেজনা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৪:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেছে তারা। রোববার রাতে আল আমিরাতের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টাইগারদের এই পরাজয় মেনে নিতে পারে নি দেশের ক্রিকেট প্রেমীরা। আজ দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। সুপার টুয়েলভে যাওয়ার জন্য এটি বাংলাদেশের 'ডু অর ডাই' ম্যাচ।

ক্রিকেটারদের মত দেশের ক্রিড়াপ্রেমীদের মধ্যে ম্যাচটি ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়টিই পরিলক্ষিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি শুভ কামনাও জানাচ্ছেন নেটিজেনরা।

রাতে অনুষ্ঠিতব্য ম্যাচ নিয়ে মঙ্গলবার দুপুরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেইসবুকে লিখেছেন, ‘টিকে থাকার লড়াইয়ে ওমানের বিপক্ষে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।’

এমডি জাহিদ লিখেছেন, ‘আজকের ম্যাচের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ।’

আকাশ হোসাইনের আশাবাদ, ‘আজ জিতবে দেশ, সাকিব হবে ম্যাচ সেরা। আশা রাখলাম এটুকু!’

জয়নাল আবেদিন লিখেছেন, ‘টুর্নামেন্ট শুরু হতে না হতেই টিকে থাকার লড়াই বলতে হচ্ছে! দুঃখজনক। তবে আমরা পারবো ইনশা আল্লাহ।’

শিকদার মেহেদী হাসান লিখেছেন, ‘আল্লাহ ভরসা, চাপে থাকবে বাংলাদেশ, ওমান ফ্রি খেলবে। চাপ সামলিয়ে ভালো কিছু করুক এটাই চাই। জিতলেও দ্বিতীয় পর্ব যাওয়া সমীকরণ খুব কঠিন হবে। শুভ কামনা রইলো।’

আকিবুল হাসান সাকিব লিখেছেন, ‘আমি চাই বাংলাদেশ বাছাইপর্ব থেকেই ফিরে আসুক! এতে হলেও অন্তত যদি আমাদের বোর্ডের লজ্জা হয়! অবকাঠামোগত কিছু পরিবর্তন করার মানসিকতা হয়। কয়েকটা ম্যাচ জিতে মূল পর্বে খেলতে পারলে, সব চাপা পড়ে যাবে! বোর্ডকর্তারা তৃপ্তির ঢেকুর তুলবে! তার চেয়ে বরং হেরে গিয়ে সমালোচনার শিকার হোক। একটা লং-টার্ম সুবিধার জন্য এটা খুব জরুরী।’

এইচ আর ফারুক লিখেছেন, ‘বেস্ট অফ লাক! হারলেও বাংলাদেশ! জিতলেও বাংলাদেশ! লাভ ইউ অলওয়েজ প্রিয় দেশকে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন