শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাঁচপুরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১:১০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু ব্যবসায়ী।
বিশেষ করে জনবসতিপূর্ন এলাকা কাঁচপুর ও মোগরপাড়া এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশী। মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট তৈরী করার ফলে যানবাহন চলাচল ও জনসাধারনে চলাচলে বাঁধাগ্রস্থ হচ্ছে। বিশেষ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, নারী ও শিশুরা। যানবাহন ও জনসাধারণের সুবিধার্থে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তার দুপার্শের প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানান, উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে দোকানপাট তৈরী করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন