শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশ্বকাপ ব্রিজের বাছাই শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ৬:৪৬ পিএম

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে ইতালিতে বসবে বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতার ৪৫তম আসর। এতে অংশ নেবে ২৪টি দেশ। তবে এই দেশগুলোকে মূলপর্বে খেলতে হলে আগে বাছাইপর্বের গন্ডি পেরুতে হবে। আট জোনের ১৯৬ দেশ অংশ নেবে বাছাইপর্বে। যেখানে খেলবে বাংলাদেশও। ব্রিজ ফেডারেশন অব এশিয়া এ্যান্ড মিডল ইস্ট (বিএফএএমই) বাছাই পর্বে বাংলাদেশ খেলবে জোন-৪ এ (সাউথ এশিয়া এবং মিডল ইস্ট জোন)। এই জোনের বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সউদী আরবে। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এই ভেন্যু বাতিল করা হয়েছে। তাই খেলা চলবে অনলাইনে। বাংলাদেশের ব্রিজ খেলোয়াড়রা নিজ দেশে থেকেই অনলাইনে বাছাইপর্বে খেলতে পারবেন। জোন-৪ এ বাংলাদেশসহ দশটি দেশ অংশ নেবে। এখান থেকে শীর্ষ দুটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এই দুই দেশের একটি হয়ে মূলপর্বে খেলতে চায় বাংলাদেশ। এজন্য তারা দলগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের অধীনে গত শুক্রবার থেকে ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শুরু হয়েছে ৭ দলের ৪২ খেলোয়াড় নিয়ে বাছাই প্রতিযোগিতা। যা শেষ হবে আগামী ৩০ অক্টোবর। প্রতিযোগিতা শেষে ৪২ খেলোয়াড় থেকে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ছয় খেলোয়াড়কে চূড়ান্ত করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন