টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ভেন্যু শারজাহ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে প্রতিপক্ষে বিরুদ্ধে জয় পাবে টাইগাররা- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই প্রত্যাশা করছেন নেটিজেনরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে খারাপ করলেও বাকি দুই ম্যাচে জয়ের মাধ্যমে দেশের ক্রিকেট প্রেমীদের মনে আশা জাগিয়েছে মাহমুদুল্লার নেতৃত্বাধীন এই দল। আজ মুল পর্বের প্রথম ম্যাচে জয়ের প্রত্যাশা করছে পুরো দেশ। সোশ্যাল মিডিয়ার তেমন অভিব্যক্তিই প্রকাশিত হচ্ছে।
বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়ার মুশফিকুর রহমান তাঁর ফেইসবুকে লিখেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হতে যাচ্ছে। টাইগারদের জন্য আপনার শুভ কামনা জানান। আওয়াজ একটাই - বাংলাদেশ!’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘শ্রীলংকার বিপক্ষে মোকাবেলা করতে প্রস্তুত উদ্যমী টাইগার্সরা।’
এ এ এম শাহিন লিখেছেন, ‘আশা করি টাইগাররা ধারাবাহিকভাবে ব্যাটে-বলে নৈপুণ্য প্রদর্শন করে যাবেন। সাকিব-মুশি-আফিফ-শোহান রানে ফিরবেন, ইনশাআল্লাহ। খুব সহজেই আমরা শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপের সুপার-১২ শুরু করবো। অন্তর থেকে শুভ কামনা রইলো। সিনিয়রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
আমিনুল ইসলামের প্রত্যাশা, ‘জয় দিয়ে শুরু হোক বিশ্বকাপের মূল পর্ব। ভালো কিছুই হবে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা।’
শাকিব আল হাসানকে উদ্দেশ্য করে রাজিব মাহমুদ লিখেছেন, ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষ আজ আপনার দিকে চেয়ে আছে। আরেকটি সেরা অলরাউন্ডার পারফরম্যান্স দেখার অপেক্ষায় সবাই। শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট টিম। শুভ কামনা প্রিয় সাকিব।’
এমডি আরিফুল ইসলাম লিখেছেন, ‘হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ! হ্যাঁ, এটাই আমাদের দেশের প্রতি ভালোবাসা। বেস্ট অফ লাক বাংলাদেশ! লাভ ইউ বাংলাদেশ।’
শুভ কামনা জানিয়ে সামুজ্জামান লিখেছেন, ‘অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল প্রিয় দলের জন্য। ইনশা আল্লাহ, জিতবে প্রিয় দল।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন