শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে বিএনপি নেতা পেল নৌকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৭:১৮ পিএম | আপডেট : ৭:১৯ পিএম, ২৫ অক্টোবর, ২০২১

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও ছিলেন তিনি।

দুই বারের ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতিকে বাদ দিয়ে একসময়ের বিএনপি নেতা রেজাউল করিমকে মনোনয়ন দেওয়ায় ত্যাগী নেতাকর্মীরা হতাশ।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, বিতর্কিতরা মনোনয়ন নিশ্চিত করতে জেলা ও কেন্দ্রের এক শ্রেণির নেতাকে ম্যানেজ করছেন। এ কারণে মনোনয়ন বোর্ডের কাছে সঠিক সত্য যাচ্ছে না। কোনো কোনো ইউপিতে ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিতদের একক প্রার্থী হিসেবে তৃণমূল থেকে কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন