প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। দীর্ঘদিন যাবত আমি সোরিয়াসিস রোগে ভূগছি। রোগটি সারা বছর আমার দেহে থাকে। একটু কমে বাড়ে। সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না। আমি কি এ থেকে মুক্তি পাব না?
- মেজবাউল। শাহরাস্তি। চাঁদপুর।
উ: সোরিয়াসিস একটি ক্রণিক ত্বকের রোগ। এটি বেশ কষ্টকর। তবে রোগটি স্থায়ীভাবে ভাল হওয়ার ওষুধ এখনো আবিষ্কার হয়নি। বর্তমানে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সুখী জীবন-যাপন সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫১। বিয়ের পর থেকে এই কিছুদিন আগ পর্যন্ত আমি শারীরিকভাবে বেশ সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গ একেবারে নরম ও শিথিল হয়ে পড়েছে। তাছাড়া দ্রুত বীর্য-স্খলন হয়ে যায়। আমি এর দ্রুত প্রতিকার চাই।
- হাসান। বহদ্দারহাট। চট্টগ্রাম।
উ: কিছু পরীক্ষার পর শরীরে কোন রোগ থাকলে তা নির্ণয় করুণ। তারপর যথাযথ চিকিৎসার মাধ্যমে আপনার অক্ষমতা দ্রুত নির্মূল করুন। কোন অভিজ্ঞ ডাক্তার আপনাকে সাহায্য করতে পারেন।
প্রশ্ন: আমি বিবাহিতা। বয়স ৩৪। আমার মুখে অনেক দাগ ও বয়সের চিহ্ন। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গিয়েছে। অনেক মলম ব্যবহার করেছি। কিন্তু ভালো ফল পাচ্ছি না। তাই আপনার শরণাপন্ন হলাম।
-রুকসানা। বনানী। ঢাকা।
উ: বর্তমান কসমোথেরাপি অর্থাৎ মেসোথেরাপির মাধ্যমে কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই আপনার মুখশ্রী প্রায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৯। আমার মুখে ও বুকে অনেক ব্রণ। বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা করেছেন। কিন্তু ব্রণ কমছে না। আমি দ্রুত ব্রণ থেকে মুক্তি চাই।
-সোমা। ইডেন কলেজ। ঢাকা
উ: বর্তমানে মাত্র (এক) সেশন চিকিৎসায় রেডিও সার্জারির মাধ্যমে আপনার মুখ ও বুকের সকল ব্রণ কোন পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব।
ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন