রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ব্র্যাক ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১১:১৪ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফিক্সড কুপন সিনিয়র বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির ৭৯৭ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে কুপন-বিয়ারিং, নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউর্ড, ফিক্সড কপুন এবং সিনিয়র বন্ড। বন্ডটির একটি অংশ (৪২৫ কোটি টাকা) আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাঝে এবং অপর একটি অংশ (১৭৫ কোটি টাকা) ব্যাংক, করপোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক, অনাবাসী বাংলাদেশীসহ উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্র্যাক ব্যাংক দেশের মধ্যম ও নিম্ন আয়ের লোকদের গৃহনির্মাণ ঋণ প্রদান করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং ম্যানডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন