শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুবির প্রো-ভিসি হলেন ঢাবি প্রফেসর হুমায়ুন কবির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৯ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মোহম্মদ হুমায়ুন কবির। প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ (১) ধারা অনুসারে ৪ বছরের জন্য তাকে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হলো । এ পদে তাঁর মেয়াদ ধরা হয়েছে যোগদানের তারিখ থেকে ৪ বছর। তবে প্রেসিডেন্ট প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ওই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সকল সুবিধা ভোগ করবেন ও বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইননুসারে নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে তিনি উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন বলেও জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন