শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাতকে জালনোট সরবরাহ করতে এসে দুই ব্যক্তি পাকড়াও

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৮:৪৭ পিএম

সুনামগঞ্জের ছাতকে জাল নোট সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতদের বিশেষ ক্ষমতা আইন মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাকৃতরা হলো, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নারায়নকুড়ি গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র আলী হায়দর (৩৬) ও একই গ্রামের আবদুল হান্নানের পুত্র জুনাইদ আহমদ (২০)।

জানা যায়, শনিবার বিকেলে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারের একটি ঔষধের দোকানে সামনে জাল নোট সরবরাহ করতে অবস্থান করছিল তারা তিন ব্যক্তি। এমন গোপন সংবাদের
ভিত্তিতে থানার একদল পুলিশ অভিযানে চালিয়ে ৫৮টি একহাজার টাকার নোটসহ দুইজনকে আটক করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক উজ্জল দেওয়ান বাদী হয়ে ৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন