শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় জামায়াত-বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা ১০টি ইউনিয়নে বিজয়ী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৯:৪৪ পিএম | আপডেট : ৯:৫৯ পিএম, ১১ নভেম্বর, ২০২১

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ফলাফলে আওয়ামী লীগের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। বাকী ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপি,জাতীয় পার্টি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন।

বাশদহা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত আজমল উদ্দীন, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের আলাউদ্দীন, ধুলিহরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বৈকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোহাম্মাদ মোস্তফা কামাল, শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান, লাবসা ইউনিয়নে (বিএনপি) আব্দুল আলিম, বল্লী ইউনিয়নের (বিএনপি) সমর্থিত এড. মো. মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের (জাতীয় পার্টি) ইসরাইল গাজী, আগরদাড়ি ইউনিয়নের (স্বতন্ত্র) কবির হোসেন মিলন ও কুশখালী ইউনিয়নের (জামায়াত) মাওলানা আব্দুল গফ্ফার জয় পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন