শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

সোনাগাজীতে বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার একটি গ্রাম থেকে মো. ইসমাইল নামে একজনকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি ইসমাইলের ছোট ভাই রিপন পলাতক রয়েছে। জানা যায়, অষ্টম শ্রেণির ওই ছাত্রী ও রিপন একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে রিপন ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে রিপনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে গত শুক্রবার দিবাগত রাত দুইটায় রিপন মুঠোফোনে মেয়েটিকে ডেকে নিয়ে রান্নাঘরে ধর্ষণ করে। ওই সময় মেয়েটির চিৎকারে তাঁর বাড়ির লোকজন এসে রিপনকে আটক করেন। খবর পেয়ে রিপনের বড় ভাই ইসমাইল ঘটনাস্থলে এসে মেয়েটির সঙ্গে রিপনের বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। গত শনিবার সকালে ইসমাইল বিয়ের বিষয়টি অস্বীকার করে রিপনকে অন্য কোথাও পাঠিয়ে দেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য কিশোরীর পরিবারকে হুমকি প্রদান করে। ওই দিন রাতে কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় মো. রিপন ও তাঁর বড় ভাই মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। কিশোরীর মা বলেন, রাতের ঘটনা অস্বীকার করায় গত শনিবার দিনভর তিনি স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। সমাজপতিরা তাঁকে থানায় গিয়ে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেন। অবশেষে তিনি মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন