শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সেবা রফতানির আয় দেশে আনতে সময় বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ৮:২০ পিএম

সেবা রফতানির আয় চার মাসের মধ্যে দেশে আনতে হবে। একই সঙ্গে রফতানি আয় বাবদ অর্থ দিয়ে বিদেশে মূলধনী বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চুয়াল সম্পদ ক্রয় করা যাবে না। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রনীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। সেবা রফতানি আয় দেশে আনার সুবিধার্থে রফতানিকারক দেশের বাইরে শুধু নোশনাল অ্যাকাউন্ট বা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে। এ হিসাবের বাইরে ক্রিপ্টোকারেন্সি বা অন্য মুদ্রায় ভিন্ন হিসাব দেশের বাইরে খোলা যাবে না। এর মাধ্যমে রফতানি আয় চার মাসের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতার সেবা রফতানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, রফতানি আয় বাবদ অর্থ দিয়ে দেশের বাইরে মূলধনীয় বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ বা স্থায়ী সম্পদ কিনলে তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন