মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ার শাখারিয়ায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীমের ওপর নৌকা প্রার্থী সমর্থকদের হামলা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৯:৩৫ এএম

বগুড়ার শাখারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নির্বাচনী প্রচারনাকালে নৌকা সমর্থক সন্ত্রাসীদের হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান শামীম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার পরে একাধিক ভিডিও বার্তায় তিনি হামলার বিবরণ দিয়ে বলেন, শনিবার রাতে তিনি বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে নৌকা সমর্থক সন্ত্রাসী আবুল বাশার মানিক ও লুৎফর রহমান মিন্টুর সন্ত্রাসী হামলার শিকার হন। রাত ৯ টায় এই হামলার সময় তার সমর্থকরা মানব ঢাল তৈরি করে তাকে নিকটস্থ বাড়ির একটি ঘরে ঢুকিয়ে দিয়ে তাকে রক্ষা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তার সমর্থকদের ওপর হামলা করে তাদের ১৫/২০টি মোটর বাইক ও সিএনজি ভাঙচুর করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে। তবে তিনি মোবাইল ফোনে ঘটনাটি পুলিশের জরুরি পরিসেবা নম্বর ৯৯৯ এ ও সদর থানায় ফোন করে ঘটনাটি জানাতে সক্ষম হন।
তবে পুলিশ পৌঁছার আগেই এলাকাবাসি ও তার স্বজনরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
সেখান থেকেই তিনি ভিডিও লাইভে এসে বলেন, ভোটের অধিকার রক্ষায় তিনি জীবন দেবেন, সন্ত্রাসী হামলায় পিছপা হবেননা।
এসময় ঘটনাস্থলের এক প্রান্তে শামীম ও অন্যপ্রান্তে নৌকা প্রতীকের সমর্থক এনামুল হক
রুমির সমর্থকরা অবস্থান নিলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পৌনে ১ ঘন্টা পর সেখানে পুলিশ এসে
পরিস্থিতি শান্ত করে। তবে এর মধ্যেই রাতভর নৌকার সমর্থকরা শামীমের প্রধান নির্বাচনী উপদেষ্টা রেজাউল মেম্বার, উপদেষ্টা ইব্রাহীম,সাইদ সহ ১৫/১৬ টি বাড়ি ভাংচুর করেছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা এস আই মিজান জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্তি বজায় রাখার চেষ্টায় আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন