শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় পুলিশ ও নারীসহ আহত ২০

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৩:৪৭ পিএম

আহত একজন


পিরোজপুরের মঠবাড়িয়ার ১১নং বড় মাছুয়া ইউনিয়নে শনিবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় ৪ পুলিশ ও চশমা মার্কার সমর্থক ১৫ নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, আয়েশা বেগম (৪৫), হেলেনা (৩৯), রুনু বেগম (৪২), সুরমা বেগম (৪৩), শেফালী (৫০), নিলুফা (৫২), আসমা বেগম (৩০), বিলকিস (৩০), শিলা (১৯), বকুল বেগম (৪৫), খাদিজা বেগম (৩০), শাহবানু (৬৫), জাহানুর (৩৫), মমতাজ (৩৩), মুন্নি বেগম (৩০) আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই সোহেল (৩৫), পুলিশ কনস্টেবল সীমান্ত খান (২৪), আব্দুস সালাম (২৩) ও রেজবী(২৬)।
এসময় নৌকা প্রতীকের ফোরকান (৪০) নামের এক সমর্থক আহত হয়েছেন।
বড় মাছুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার (চশমা) অভিযোগ করেন, শনিবার বিকেলে আমার চশমা প্রতিকের একদল নারী কর্মী প্রচারণা চালাতে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের বটতলা নামক স্থানে যায়। এসময় নৌকা প্রতীকের আয়শা আক্তার মনির সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতায় ১৫ জন নারী কর্মীসহ ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৪ পুলিশ সদস্য কে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে গুরুতর আহত এক নারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আয়শা আক্তার মনি হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
মঠবাড়িয়া থানা ওসি মুহা. নুল ইসলাম বাদল পুলিশ আহতের বিষয়টি অস্বীকার করে বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন