৫ দফা দাবিতে সোমবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে সিলেটে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে চলছে এ ‘ কঠোর ধর্মঘট’। এতে চরম বিপাকে পড়েছেন সিলেটবাসী। এদিকে, মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বাসা মিনিবাস, কোচ মাক্রোবাস শ্রমিক ইউনিয়ন, যুগ্ন সাধারন সম্পাদক আলী আকবর রাজন। তিনি বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক মিটিংয়ে বসবো আমরা। যদি সত্যিকার অর্থে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, তবে হয়তো আমরা আন্দোলনের পথ থেকে সরে আসবো। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন