প্রায় একযুগ আগে সউদী আরব মাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন জনপ্রিয় ফোক গানের শিল্পী মমতাজ। একযুগ পর আবারও তিনি সউদী আরব গিয়েছেন। তবে এবার গিয়েছেন কণসার্ট করতে। গতকাল জেদ্দায় হয়েছে তার এই শো। মমতাজ বলেন, আজ থেকে এক যুগ আগে ২০০৯ সালে হজ করার মাকে নিয়ে প্রথম সউদী আরব গিয়েছিলাম। এবার যাচ্ছি গান করতে। কয়েক বছর ধরে সউদীতে গানের শো হচ্ছে। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়ে গান করেছেন। এবার আমি যাচ্ছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। তিনি জানান, সউদী আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। ১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গাইবেন। এরপর ১৮ ডিসেম্বর শারজাহতে শো করব। এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানের শিল্পীরা অংশ নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন