১. অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
২. সত্যমেব জয়তে ২
৩. ইয়ে মর্দ বেচারা
৪. বান্টি অওর বাবলি ২
৫. সূর্যবংশী
অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
মহেশ মাঞ্জরেকার পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম। মারাঠি ফিল্ম ‘মুলশি প্যাটার্ন’-এর হিন্দি রিমেক।
রাহুল্য (আয়ুষ শর্মা) গ্রামের কপর্দকহীন এক তরুণ। তার আশা সে পুনের সবচেয়ে বড় ডন হবে। তার ছেলে গানিয়া (রোহিত হল্দিকার) সবসময় তার পাশে আছে। তাদের বাবা-মা ছোটবেলা থেকে তাদের সহিংস আচরণ অসহায়ভাবে দেখে আসছে। তবে পুলিশ ইনস্পেক্টর রাজবীর সিংও (সালমান খান) তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। রাহুল্য বারবার তার হাত ফসকে বেরিয়ে যায়। একসময় সে অপরাধ জগতের শীর্ষে উঠে যায়। সে একসময় তার পরিবার আর প্রেমিকা মন্দার (মহিমা মাকোয়ানা) সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। তবে সবসময় সে তার পাশে পায় গানিয়া আর অনাথ কিশোর সিধুকে (প্রেম ধর্মাধিকারী)। তাদের অপরাধের মাত্রা দিনে দিনে বাড়তে থাকে। আর রাজবীর সিংও হাল ছাড়েনি। শেষ পর্যন্ত তাদের কি আইনের আওতায় আনতে পারবে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন