শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৭ পিএম

১. ৮৩
২. কোড নেম আবদুল
৩. পুষ্পা : দ্য রাইজ- পার্ট ওয়ান
৪. চণ্ডীগড় কারে আশিকি
৫. তাড়াপ
কোড নেম আবদুল
ঈশ্বর গুন্টুরু পরিচালিত স্পাই থ্রিলার।
মধ্যপ্রাচ্যের কোনও এক দেশ থেকে পরিচালিত হয় আলি পাশার জঙ্গি নেটওয়ার্ক। তার নজর এখন ভারতের ওপর। তার কাছে পৌঁছার জন্য প্রথমে ধরতে হবে তারিক সিকান্দারকে যে সংগঠনের তহবিল সংগ্রাহক। তবে তাকে পাকড়াও করা সহজ কাজ নয়। এজন্য ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ চার দক্ষ এজেন্টকে অ্যাসাইন করে। এরা হল- জনি (আক্কু কুলহারি), স্ট্যালিন ( অশোক চৌধরি), মেহেক (খঅটেরা হাকিমি) এবং অজয় (সুমেন্দ ওয়াংখেড়ে)। তারিককে তথ্যের জন্য জীবিত ধরতে হবে। মিশন চলার সময় তাদের সঙ্গে দেখা হয় সালমার (তানিশা মুখার্জী), সে জানায় তারিক তার বোনের স্বামী। সালশা কি আসলেই যা দাবি করছে তাই?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন