শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৩ এএম

১. হিরোপান্তি ২। ২. রানওয়ে ৩৪। ৩. জার্সি।
৪. অপারেশন রোমিও। ৫. হারদাং


হিরোপান্তি ২
আহমেদ খান পরিচালিত অ্যাকশন ফিল্ম। ২০১৪’র ‘হিরোপান্তি’র সিকুয়েল। এমজে (টাইগার শ্রফ) ইয়র্কশায়ারে তার মায়ের (অমৃতা সিং) সঙ্গে থাকে। গেমিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোটিপতি তরুণী ইনায়ার (তারা সুতারিয়া) ধারণা এমজে তার প্রাক্তন প্রেমিক আর তার আসল নাম বাবলু রানাওয়াত। তবে এমজে জানায়, সে ইনায়াকে চেনেই না। একসময় স্পষ্ট হতে শুরু করে সে আসলেই বাবলু। সে আসলে এক কুখ্যাত হ্যাকার। যে একসময় সিবিআই কর্মকর্তা আসাদ খানের (জাকির হুসেন) অধীনে কাজ করত। তাকে নিয়োগ দেয়া হয় লায়লা (নওয়াজউদ্দিন সিদ্দিকি) নামে এক জাদুকরের পরিকল্পনা বানচাল করার জন্য। লায়লা একজন সাইবার অপরাধী। সে একটি অ্যাপ দিয়ে সেটির ইউজারদের তথ্য চুরি করে তাদের ব্যাংকের সব অর্থ তছরুপ করা। বাবলু বিবেক তাড়িত হয়ে সেই দল থেকে সরে আসে। লায়লা জানতে পারে বাবলু ইয়র্কশায়ারে লুকিয়ে আছে। লায়লা তাকে ধরার জন্য লোক পাঠায়। শুরু হয় এক ইঁদুর-বেড়াল খেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন