১. ৭৭৭ চার্লি। ২. অনেক। ৩. সম্রাট পৃথ্বীরাজ। ৪. ভুল ভুলাইয়া ২। ৫. ঘোড়ে কো জালেবি খানে কো লে যা রিয়া হুঁ
৭৭৭ চার্লি
কিরণরাজ কে পরিচালিত কন্নড় ভাষায় নির্মিত অ্যাডভেঞ্চার ড্রামার হিন্দি ডাব সংস্করণ। ধর্মা (রক্ষিত শেট্টি) নামে একজন নিঃসঙ্গ এবং অসামাজিক ধরনের মানুষের গল্প। রুক্ষ স্বভাবের এই মানুষটির জীবন একেবারে বদলে যায় যখন আসে চার্লি নামে একটি কুকুর। একটি খোয়াড় থেকে বেওয়ারিশ কুকুরটিকে কিনে আনার পর তার প্রাত্যহিক সঙ্গী হয়ে ওঠে চার্লি। তার একাকীত্ব কেটে যায়। বাড়ি থেকে কারখানা সেখান থেকে বাড়ি ফেরার সময়টা তার সঙ্গে থাকে চার্লি। তার মতই মারকুটে, খায় ইডলি, এছাড়া ধূমপান এবং মদ পান করার সময় কুকুরটি তাকে সঙ্গ দেয়। তাদের মাঝে এক শক্তিশালী বন্ধন গড়ে ওঠে। একজন অন্যজনকে ছাড়া থাকতেই পারে না। একসময় ধর্মার জীবনে আসে দেবিকা (সঙ্গীতা শ্রীঙ্গেরি)। এখন চার্লির সঙ্গে ধর্মার বন্ধনে কি চিড় ধরবে?
হলিউড শীর্ষ পাঁচ
১. টপ গান : ম্যাভরিক। ২. ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। ৩. ডাউনটন এবি : এ নিউ এরা। ৪. দ্য বব’স বার্গার্স মুভি। ৫. দ্য ব্যাড গাইজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন