বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সোনালি আসর

জেনে নাও

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

* চিকিৎসাবিদ্যার জনক বলা হয় হিপোক্রেটসকে।
* বীজগণিতের জনক বলা হয় আল-জাবিরকে।
* ইতিহাসের জনক বলা হয় হেরোডেটাসকে।
* বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।
* বিজ্ঞানের জনক বলা হয় গ্রিক মনীষী থ্যালিসকে।
* অর্থনীতির জনক বলা হয় এডাম স্মিথকে।
* উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে।
* বাংলা কবিতায় সনেট জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে।
* ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রেসোরকে।
* সমাজ বিজ্ঞানের জনক বলা হয় অগস্ট কোতেকে।
* বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
* রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে।
গ্রন্থনা : তুহিন রহমান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন