শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ওমিক্রন রোধে পদক্ষেপ নিন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৫ এএম

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াল তান্ডব শেষ হতে না হতেই ওমিক্রন নামক নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এটি ইতোমধ্যে বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে। সর্ব প্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় বাতসোয়ানায়। এ ঘটনার পর থেকে বিশ্বের কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সাথে ফ্লাইট বন্ধ রেখেছে। এরই মধ্যে ওমিক্রন যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যে সংক্রমিত হয়েছে। নতুন এ ভ্যারিয়েন্টের সংক্রমণ ভারতেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ যেহেতু ভারতের প্রতিবেশী রাষ্ট্র তাই ভারত থেকে বাংলাদেশে সংক্রমিত হওয়ার আশংকা অনেক বেশি। আগে থেকেই সতর্ক না হলে ওমিক্রন ছড়িয়ে যেতে পারে বাংলাদেশেও। ফলে দেশে পূর্বের ন্যায় নানান সংকটের সৃষ্টি তৈরি হতে পারে। অতএব অনতিবিলম্বে ভারতের সাথে ফ্লাইট সহ সীমান্ত কিছু দিনের জন্য বন্ধ রাখার ব্যপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহফুজুর রহমান সান্দ
দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন