নেছারাবাদে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে একটি ফার্মেসী, একটি মিষ্টান্ন ভান্ডার ও একটি বেকারি প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক দেবাশিষ রায় সোমবার দুপুরে ওই অভিযান পরিচালনা করেন।
মেয়াদউত্তীর্ন ঔষধ রাখা, অপরিস্কার পরিবেশে মিষ্টি বানানো এবং পন্যর গায়ে উৎপাদন তারিখ ও মেয়াদ তারিখ না থাকার অপরাধে ওই জরিমানা করা হয়।
অভিযানে 'আমিনা ফার্মেসীকে চার হাজার, সাহা 'মিষ্টান্ন ভান্ডারকে' দুই হাজার এবং রহিম বেকারিকে তিন হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগীতা করেন, নেছারাবাদ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর হারুন-অর-রশিদ গাজী, ও নেছারাবাদ থানার পুলিশের একটি টিম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন