শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে ঘুমন্ত দম্পতিকে ছুরিকাঘাত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৫:৫৪ পিএম

যশোরে গ্রিল কেটে ঘরে ঢুকে ঘুমান্ত দম্পতিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে শহরের রেল রোডে ফুট গোডাউন এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাবেক কৃষি ব্যাংকের অডিট অফিসার মুস্তাফিজুর রহমান (৬৪) ও তার স্ত্রী চারমিনা খানমকে (৪২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমান জানান, তিনি তার বসতবাড়ি দ্বিতীয় তলায় স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের দক্ষিণ পাশের গাছ বেয়ে ওঠে বাসার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা ঘুমন্ত অবস্থায় তার বুক, পেট, ঘাড়, তলপেট ও পিঠে আটটি ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী ঠেকাতে আসলেও তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসাপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার রায়হান কবীরের উদ্ধৃতি দিয়ে বলেন, রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন